প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৩:০৪
টোকিও অলিম্পিকে বাংলাদেশের রোমান সানার বিদায়

বাংলাদেশ এবারো জিতেনি সোনা। ভরসা ছিলো রোমানা সানার প্রতি। আর্চারি কিছু একটা করবে সে। কিন্তু না। ২৮ জুলাই মঙ্গলবার অলিম্পিক থেকে বিদায় নিলেন রোমানা সানা। টোকিও অলিম্পিকে আর্চারির ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের প্রথম রাউন্ডে গতকাল সকালে ব্রিটেনের টম হলকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে দেশকে আশা দেখাচ্ছিলেন মে মাসে বিশ্ব আর্চারিতে মিশ্র দ্বৈতে রৌপ্যজয়ী রোমান সানা। যদিও এর কিছুক্ষণ পরই বিদায় ঘটে তার। দ্বিতীয় রাউন্ডে তিনি হেরেছেন কানাডা ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে।
|আরো খবর
এর আগে মিশ্র দ্বৈতে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি শেষ ষোলোয় হেরেছেন কোরিয়ার প্রতিপক্ষের কাছে। আর্চারিতে বাংলাদেশের খেলাবাকি এখন শুধু দিয়া সিদ্দিকীর ব্যক্তিগত ইভেন্টের। রোমানা সানা শীঘ্রই দেশে ফিরে আসবেন।